Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের কাছে বাংলাদেশ সবার আগে’


২৬ জানুয়ারি ২০২০ ২১:৫৫

চট্টগ্রাাম ব্যুরো: চট্টগ্রামে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেছেন, ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অতীতের চেয়ে অনেক ভালো। একসাথে দুদেশের উন্নতি এটাই ভারতের লক্ষ্য। সম্পর্কের ক্ষেত্রে ভারতের কাছে প্রতিবেশি আগে। আর প্রতিবেশিদের মধ্যে বাংলাদেশ সবার আগে।

রোববার (২৬ জানুয়ারি) রাতে নগরীর রেডিসন ব্লু’বে ভিউ হোটেলে ৭১তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনিন্দ্য ব্যানার্জী বলেন, ‘প্রতিবেশি হিসেবে আমাদের মধ্যে কিছু সমস্যা থাকতে পারে। সেগুলো আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আমরা আলোচনার মাধ্যমে বহুদিনের অমীমাংসিত ছিটমহল সমস্যার সমাধান করেছি। বাকি সমস্যাও আমরা আলোচনার মাধ্যমে সমাধান করতে পারব। এখন আমাদের কাজ হচ্ছে বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করে সামনের দিকে এগিয়ে যাওয়া।’

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে এগিয়ে নিতে ভারত দৃঢ়প্রতিজ্ঞ মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা ২০১৯ সালে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং ২০২১ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ৫০ বছর একসঙ্গে পালন করবে। আমরা মনে করি, দুদেশের সম্পর্ক রক্তের বন্ধনে আবদ্ধ। এই বন্ধন অটুট থাকবে।’

একই অনুষ্ঠানে প্রতিবেশি হিসেবে বন্ধুত্বের সম্পর্ককে সুদৃঢ় করে সামনে এগিয়ে যাবার তাগিদ দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মেয়র বলেন, ‘১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অকৃত্রিম সহযোগিতা দিয়েছে। শুধু সামরিক সহযোগিতায় নয়, এদেশের এক কোটি জনগণকে আশ্রয় দিয়েছিল ভারত। দেশটির মহান নেত্রী ইন্দিরা গান্ধীর বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের প্রতি অকৃত্রিম ভালোবাসা অবিস্মরণীয়।’

বিজ্ঞাপন

আ জ ক নাছির বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে ঐক্যের যে সূচনা হয়েছে, আশা করি তা অব্যাহত থাকবে। সামনের দিনগুলোতে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের জনগণের বন্ধুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’

আলোচনার পর সম্মিলিত ফটোসেশনে অংশ নেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড. অনুপম সেন, মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, কুজেন্দ্রলাল ত্রিপুরা, ওয়াসিকা আয়শা খান ও খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরিন আক্তার, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চুয়েটের উপাচার্য ড. রফিকুল ইসলাম, সিএমপির অতিরিক্ত কমিশনার আমেনা বেগমসহ বিশিষ্টজনেরা।

এরপর আবৃত্তিশিল্পী রাশেদ হাসান কবিতা আবৃত্তি করেন। নৃত্য পরিবেশন করেন শিল্পী প্রমা অবন্তীর দল।

দ্বি-পাক্ষিক ভারত-বাংলাদেশ ভারতীয় হাই কমিশন সম্পর্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর