Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন ভ্রমণ সাময়িকভাবে বন্ধ করা হতে পারে


২৬ জানুয়ারি ২০২০ ১৯:৩৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৯:৪৭

ঢাকা: করোনাভাইরাস প্রতিরোধে করণীয় সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক দেশবাসীকে আতঙ্কিত না হতে অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে তিনি জানান, পড়ালেখা এবং বাণিজ্যিক কারণে বহুসংখ্যক মানুষ চীন ভ্রমণ করেন। ভয়াবহ এই ভাইরাস যে কোনো উপায়ে দেশে চলে এলে এটি আমাদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠেয় আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বাংলাদেশ-চীনের সব ধরনের ভ্রমণ সাময়িকভাবে স্থগিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

রোববার (২৬ জানুয়ারি) সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাসে বাংলাদেশের করণীয় প্রসঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বশেষ পরিস্থিতি এবং বাংলাদেশের করণীয় প্রসঙ্গে খোঁজ নেন জাহিদ মালেক। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক তাকে অবগত করেন, দেশের প্রতিটি বিমান বন্দর, নৌ ও সমূহ বন্দরে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. আহমেদুল কবীরসহ অনেকে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, নৌ-পরিবহন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি সভা করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর