Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতা সৃষ্টির অভিযোগে পৌর জামায়াতের আমিরসহ গ্রেফতার ২


২৬ জানুয়ারি ২০২০ ১৭:০৫

বাগেরহাট: নাশকতা সৃষ্টির অভিযোগে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা থেকে জামায়াতে ইসলামীর দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৬ জানুয়ারি) রাত ২টার দিকে উপজেলার সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের সিআরসি মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন— রওশন আরা ডিগ্রি কলেজের প্রভাষক ও পৌর জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম (৪৬) এবং এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার বিষয়ের শিক্ষক ও জামায়াত নেতা মো. মোস্তফা আল মাহমুদ (৫০)।

মোরেলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক কে এম আজিজুল ইসলাম জানান, শনিবার দিবাগত মধ্য রাতে বিশারীঘাটা এলাকায় সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে টায়ার পুড়িয়ে জামায়াত নেতারা নাশকতা সৃষ্টি করতে চেয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পুলিশ রফিকুল ও মোস্তফাকে আটক করে। এসময় পোড়া টায়ার, একটি হকিস্টিক, চাপাতি, লাঠি, নিজামী ও মওদুদীর লেখা কয়েকটি বই জব্দ করা হয়।

জামায়াত নাশকতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর