Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারের সময় সীমান্ত থেকে ৮৩ কেজি ইলিশ জব্দ


২৬ জানুয়ারি ২০২০ ১৩:৫৯ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৪:০০

হিলি: দিনাজপুরের হিলি চেকপোস্ট এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৮৩ কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটে ভারতীয় ট্রাক থেকে এসব মাছ জব্দ করা হয়।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার ইলিয়াছ মিয়া জানান, ভারত থেকে পাথর নিয়ে আসা একটি ট্রাক হিলি বন্দরে পণ্য খালাস করে ফিরে যাওয়ার সময় সেটিতে করে অবৈধভাবে ইলিশ মাছ পাচার করা হচ্ছিলো। খবর পেয়ে হিলি আইসিপি চেকপোস্টে দায়িত্বরত বিজিবির নায়েক রাকিব হোসেন ভারতীয় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ১০৯ টি ইলিশ মাছ উদ্ধার করে। যার মোট ওজন প্রায় ৮৩ কেজি।

পরে জব্দ করা এসব মাছ হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

ইলিশ জব্দ ভারতীয় ট্রাক হিলি সীমান্ত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর