Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইশরাকের প্রচারণায় হামলা


২৬ জানুয়ারি ২০২০ ১৩:৪৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৫:৫৫

ঢাকা: ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে প্রার্থী ইশরাকসহ বেশ কয়েকজন সাংবাদিক এবং বিএনপির নেতাকর্মী আহত হয়েছেন।

এদিন সকাল সাড়ে ১১টায় ইশরাক প্রচারণা শুরু করে গোপীবাগের সেন্ট্রাল উইমেন্স কলেজের সামনে দিয়ে যাওয়ার সময় রাস্তার দুপাশ থেকে বেশ কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

এসময় প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে দুগ্রুপের ইটপাটকেল নিক্ষেপ এবং রড ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষ চলে। প্রতক্ষ্যদর্শীরা জানান, এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে চোখে পড়েনি।

প্রায় আধাঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

ইশরাক প্রচারণা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর