ডিএনএ পরীক্ষায় মজনুর ধর্ষণের আলামত মিলেছে: সিআইডি
২৬ জানুয়ারি ২০২০ ১৩:০৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১৫:২৯
ঢাকা: রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ডিএনএ পরীক্ষায় গ্রেফতার হওয়া মজনুর ধর্ষণের প্রমাণ পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শিগগিরই তদন্ত সংস্থা ডিবির কাছে এই আলামত হস্তান্তর করবে সিআইডি।
রোববার (২৬ জানুয়ারি) সকালে সিআইডির ফরেনসিক বিভাগের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারকার্যের গুরুত্বপূর্ণ দালিলিক প্রমাণ হিসেবে কাজ করবে ডিএনএর এই নমুনা।
শেখ নাজমুল আলম আরও বলেন, ধর্ষণের ঘটনাস্থল ও বিশ্ববিদ্যালয়ছাত্রীর ব্যবহৃত জিনিসপত্র থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেগুলোর সঙ্গে মজনুর ডিএনএ নমুনা পরীক্ষা করা হয় ল্যাবে। উভয় নমুনা মিলে গেছে। এতে প্রমাণিত হয় যে, ধর্ষণের সঙ্গে মজনুর রয়েছে।
ঢাবি ছাত্রীকে ধর্ষণ: আসামি মজনুর স্বীকারোক্তি
এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ কমিশনার মশিউর রহমান বলেন, সব ধরণের আলামত পরীক্ষায় ধর্ষক মজনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এখন শুধু ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেলেই আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।
গত ৫ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ভুল করে কুর্মিটোলা বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে তার গন্তব্যে যাওয়ার পথটি নির্জন ছিল। পথে ওই শিক্ষার্থীকে অনুসরণ করে মজনু। একপর্যায়ে তাকে জাপটে ধরে ঝোঁপের আড়ালে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। ক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়েও। ঘটনার চারদিনের দিনের মাথায় গত ৮ জানুয়ারি মজনুকে আটক করে র্যাব।