Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে হত্যার প্রতিবাদে ঢাবিতে গায়েবানা জানাজা-অবস্থান


২৫ জানুয়ারি ২০২০ ২২:০৫

ঢাবি: ভারত-বাংলাদেশ সীমান্তে নাগরিক হত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নিয়েছেন নাসির আবদুল্লাহ নামে এক শিক্ষার্থী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে অধ্যয়নরত ও মুক্তিযাদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পাঁচটা থেকে তিনি সেখানে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচির বিষয়ে নাসির আবদুল্লাহ সারাবাংলাকে বলেন, ‘গত ২৩ দিনে ১৯ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ হত্যা করেছে। এর মধ্যে গত তিন দিনে ৭ জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সরকার এ বিষয়ে কিছুই বলছে না। অথচ নেপালে যখন এ ধরনের ঘটনা ঘটল, তখন নেপালের কাছে গিয়ে ভারত ক্ষমা চেয়েছে।’ যতক্ষণ না একটি সুষ্ঠু সমাধান চুক্তি ও ভারত ক্ষমা চাইবে, ততক্ষণ পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন


এদিকে, সম্প্রতি নওগাঁ এবং লালমনিরহাট সীমান্তে দুই দিনের ব্যবধানে সাত বাংলাদেশি নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিহতদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়।

ভারত-বাংলাদেশ সীমান্তে নাগরিক হত্যা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর