Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরে আগুন লেগে ঘুমিয়ে থাকা শিশুর মৃত্যু


২৫ জানুয়ারি ২০২০ ২০:১৮

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগুনে পুড়ে ছয় মাস বয়সী এক শিশুর ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আগুনে মারা যাওয়া শিশু সুপ্রভা বড়ুয়া ওই গ্রামের স্বপন বড়ুয়ার মেয়ে। স্বপন কাজের সূত্রে বর্তমানে মধ্যপ্রাচ্যের ওমানে আছেন।

সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম সারাবাংলাকে জানান, জঙ্গল সলিমপুর পাহাড়ে বৌদ্ধমন্দিরের কাছে স্বপন বড়ুয়ার বাড়ি। সেখানে তার স্ত্রী সুমি বড়ুয়া চার ছেলেমেয়ে নিয়ে থাকেন। শনিবার সকালে সুমি চুলায় রান্না বসিয়ে ঘরের বাইরে যান। ফিরে এসে দেখেন ঘরের মধ্যে আগুন জ্বলছে। তিনি এবং স্থানীয়রা মিলে তিন সন্তানকে বের করতে পারলেও ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে সুপ্রভার মৃত্যু হয়।

আগুনে পুড়ে শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর