Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহৎ উদ্দেশ্যে তৈরি হলো ৩৩৮ ফুট পিৎজা


২৫ জানুয়ারি ২০২০ ১৮:৪২ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ১১:৩১

ঢাকা: দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য আর্থিক সহায়তা সংগ্রহের উদ্দেশ্যে ৩৩৮ ফুট দীর্ঘ একটি পিৎজা তৈরি করেছেন অস্ট্রেলিয়ার দুই রেস্তোরাঁ মালিক। পিৎজা তৈরিতে সময় লাগে ৪ ঘণ্টা আর ময়দা লেগেছে ৯০ কেজি।

দেশটির রাজধানী সিডনির রেস্তোরাঁ পেলোগ্রিন্নির দুই মালিক পিয়ের ও রোজমেরি সম্পর্কে ভাই-বোন। গত রোববার তারা পিৎজাটি তৈরি করেন। এটির নাম দেওয়া হয় মার্গারিটা।

সিডনির ওই রেস্তোরাঁটি বিশালাকার সেই পিৎজার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে। এরপর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

৩৩৮ ফুটের পিৎজাটি ৪ হাজার খণ্ড করে ভোজনরসিকদের কাছে বিক্রি করা হয়েছে। এর বিনিময়ে অনুদান দিয়েছেন ক্রেতারা।

ওই রেস্তোরাঁর মালিক পিয়ের মৈও সিএনএনকে বলেন, ‘হয়তো আমাদের পিৎজা বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি। কিন্তু দুঃস্থদের অর্থ সাহায্য করতে ব্যবহার হয়েছে।’

গত সেপ্টেম্বর শুরু হওয়া দাবানলে অস্ট্রেলিয়ার জীবনযাপন বিঘ্নিত হয়েছে। ১০ মিলিয়ন কৃষি ও লাখ লাখ বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। এছাড়া কোটি কোটি বন্যপ্রাণী মারা গেছে।

অস্ট্রেলিয়ায় সম্প্রতি বৃষ্টি হওয়ায় দাবানলের আগ্রাসন কিছুটা কমেছে। তবে দাবানল পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে আরও কয়েকদিন সময় লাগবে।

অস্ট্রেলিয়া দাবানল পিৎজা