Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিধা ভুলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের আশা তথ্যমন্ত্রীর


২৫ জানুয়ারি ২০২০ ১৬:৩৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৬:৩৭

চট্টগ্রাম ব্যুরো: ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আশা করছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রায়ের পর দেশগুলোর মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত নয় বলেও মনে করছেন তিনি।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বিভিন্ন উপকরণ এবং ক্যান্সার রোগীদের অনুদানের চেক বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান হয়।

বিজ্ঞাপন

মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে গাম্বিয়ার করা এক আবেদনের প্রেক্ষিতে আইসিজের ১৭ সদস্যের বিচারক প্যানেল গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন আদেশ দেয়। এতে রোহিঙ্গাদের সুরক্ষায় মিয়ানমারকে জরুরি ভিত্তিতে চার দফা অন্তর্বর্তীকালীন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়ে জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত বলেছে, ‘মায়ানমারের সামরিক বাহিনী বা কোনো পক্ষ এমন কিছু করতে পারবে না, যা গণহত্যা হিসেবে পরিগণিত হতে পারে। গণহত্যার অভিযোগের সমস্ত আলামত তাদের সংরক্ষণ করতে হবে।’

আদালতের রায়ের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, ‘মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতের রায় অবশ্যই মানতে হবে। একইভাবে যেসব দেশ মিয়ানমার নিয়ে এতদিন দ্বিধা-দ্বন্দ্বে ছিল, আমি মনে করি এই রায়ের পর তারা মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে শুরু করবে। আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় এমন চাপ দেবে, যাতে রোহিঙ্গারা পূর্ণাঙ্গ নাগরিক অধিকার দিয়ে বাংলাদেশ থেকে ফেরত যায়।’

হাছান মাহমুদ আরও বলেন, ‘মিয়ানমারে যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, শিশুরা পর্যন্ত রেহাই পায়নি, সন্তানের সামনে মাকে ধর্ষণ করেছে- এগুলো সবই মানবতাবিরোধী অপরাধ বলে আদালতে প্রমাণ হয়েছে। এখন মিয়ানমারের উচিৎ এই ঐতিহাসিক রায় মেনে কার্যকর পদক্ষেপ নেওয়া।’

বিজ্ঞাপন

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ইউএনও মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম তালুকদার।

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের জন্য বিভিন্ন সামগ্রী, বাইসাইকেল এবং ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস ও জন্মগত হৃদরোগীদের মাঝে অনুদান তুলে দেন।

ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) গাম্বিয়া তথ্যমন্ত্রী রোহিঙ্গা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর