Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাইকেল চালিয়ে পরিবেশবান্ধব ঢাকার প্রতিশ্রুতি আতিকুলের


২৫ জানুয়ারি ২০২০ ১৬:৩৬ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৮:৩৫

ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্বাচনি প্রচারণায়। ভোটারদের কাছে নিজেদের পরিকল্পনার কথা জানাতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করছেন। এবার নির্বাচনি প্রচারণায় পাঁচ কিলোমিটার রাস্তায় সাইকেল চালিয়ে পরিবেশবান্ধব ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিলেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর কালাচাঁদপুর থেকে নর্দা এলাকায় এই ভিন্নধর্মী সাইকেল প্রচারণা চালান কালাচাঁদপুরের নির্বাচনি পথসভা শেষে এই সাইকেল প্রচারণা চালান আতিকুল।

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরকে পরিবেশবান্ধব করার জন্য সাইকেল লেন জরুরি। সাইকেলে আমরা আমাদের দৈনন্দিন যাতায়াত করতে পারি। অফিস-আদালতেও যেতে পারি। উন্নত বিশ্বে প্রায় সবাই সাইকেলে যাতায়াত করেন। এতে কারও কোনো মানহানি বা ক্ষতি হচ্ছে না। সাইকেলে অফিসে গেলে আমার সম্মান কিন্তু কমবে না বরং বাড়বে।’

তিনি বলেন, ‘৯ মাস দায়িত্ব পালনকালে আমি আগারগাঁওয়ে ১০ কিলোমিটারের একটি এক্সক্লুসিভ সাইকেল লেন করেছি। আবার নির্বাচিত হলে যতগুলো নতুন রাস্তা করার সুযোগ পাব তার সবগুলোতেই সাইকেল লেন করার চেষ্টা করব।’

তিনি আরও বলেন, ‘তরুণরাও কিন্তু সাইকেল লেন পছন্দ করেন। তারাই আগামীর ভবিষ্যত, যারা যান্ত্রিক নগরীর পরিবর্তে পরিবেশবান্ধব শহরে থাকতে চায়। ২০-৩০ বছর আগেও আমরা সাইকেলে চড়তাম। কিন্তু আজকাল এটা করা হচ্ছে না। আমি সবাইকে সাইকেল চালানোর অনুরোধ করব। যদি নির্বাচিত হই তবে চেষ্টা করব কিছু কিছু রাস্তায় সাইকেল লেন করার জন্য।’

বিজ্ঞাপন

সমাজে কিছু কারণে অসমতা সৃষ্টি হচ্ছে জানিয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আজকাল সমাজে সমতার অভাবও দেখা যাচ্ছে। অনেকে তাদের কী কী ব্রান্ডের গাড়ি আছে তা দেখাচ্ছে। এই দেখানো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা সবাই মানুষ। সবাই সবাইকে শ্রদ্ধা করব।’

নির্বাচনি প্রচারণার ১৫তম দিনে আতিকুল ইসলাম কালাচাঁদপুর, শাহজাদপুর, বাঁশতলা, গুলশান-২ এলাকায় গণসংযোগ করেন। এরপর তিনি যান রাজউক মাঠ এলাকায়।

আতিকুল নির্বাচনি প্রচারণা পরিবেশবান্ধব সাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর