Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচিত হলে আধুনিক, সচল, সবুজ ঢাকা গড়ে তুলব: আতিকুল


২৫ জানুয়ারি ২০২০ ১৪:৩৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৫:৩৩

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, আপনারা আমাকে উন্নয়নের মার্কা নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমি একটি আধুনিক, সচল, সবুজ ঢাকা গড়ে তুলব।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশান হেলথ ক্লাব পার্কে নির্বাচনি গণসংযোগ থেকে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে হলে সঠিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দিতে হবে। আমি সেই সুযোগ সৃষ্টি করতে চাই। উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্তমানে ২৪টি পার্ক রয়েছে। আমি নির্বাচিত হলে আরও ২৪টি পার্ক গড়ে তোলা হবে। এই উন্নয়নে নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই।

নির্বাচনি ইশতেহারে কোনো চমক থাকছে কি না— প্রশ্নের জবাবে তিনি বলেন, আজই বলে দিলেতো আর কোনো চমক থাকল না।

নির্বাচনি প্রচারণার পঞ্চদশ দিনে আতিকুল ইসলাম কালাচাঁদপুর এলাকা গণসংযোগ করেন। আজ শাহজাদপুর, বাঁশতলা, গুলশান-২ এবং রাজউক মাঠ এলাকায় গণসংযোগ করবেন।

আতিকুল ইসলাম ডিএনসিসি সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর