Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হামলা-ভাঙচুর যত হবে, ততই আমাদের মনোবল শক্ত হবে: তাবিথ


২৫ জানুয়ারি ২০২০ ১২:৩৩ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৪:৩৯

ফাইল ছবি

ঢাকা: প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি অভিযোগ তুলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আওয়াল বলেছেন, যত হামলা-ভাঙচুর হবে ততই আমাদের মনোবল শক্ত হবে।

এসময় ২০ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জা‌নান তিনি। তাবিথ আউয়াল বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। আগামী ১ তারিখে হামলার জবাব দেওয়া হবে ধানের শীষে রায়ের মাধ্যমে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মিরপুর ৬ এর কাঁচাবাজার এলাকায় গণসং‌যোগ শুরুর পর তি‌নি এসব কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুত। কোনো অঘটনে আমরা ভাঙবো না। বরং হামলা-ভাঙচুরের পরে আমরা আরও বেশি সাড়া পাচ্ছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুঃখজনক হলেও বলতে হচ্ছে— নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালন করেনি। এসব ঘটনার নেতিবাচক প্রভাব নির্বাচন প্রক্রিয়ার ওপর পড়ছে। তবু আমরা বারবার বলছি আমাদের মনোবল শক্ত আছে।

ইভিএম নিয়ে আমাদের এখনো আপত্তি আছে। আমরা এখনো বলছি যে, আমাদের সব যুক্তি আমলে নিয়ে ইভিএম পদ্ধতি বন্ধ রাখা হোক। ভবিষ্যতে অবশ্যই সবার মত নিয়ে ত্রুটিগুলো কাটিয়ে উঠে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা যেতে পারে— বলেন তাবিথ আউয়াল।

এসময় উপ‌স্থিত ছি‌লেন নবম জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএন‌পির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাহফুজ হোসাইন খান সুমন, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দুলু, ঢাকা মহানগর উত্তর বিএন‌পির দফতর সম্পাদক এবিএম রাজ্জাক, যুবদল উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, জিয়া প‌রিষদের মহাস‌চিব ড. এমতাজ হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

টপ নিউজ ডিএনসিসি তাবিথ আউয়াল সিটি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর