জার্মানিতে গুলি করে পরিবারের ৬ জনকে হত্যা করলো যুবক
২৫ জানুয়ারি ২০২০ ১২:২০ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১২:৪০
পারিবারিক দ্বন্দ্বের জেরে পশ্চিম জার্মানিতে এক যুবক তার পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও বাকি তিনজন নারী। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পশ্চিম জার্মানির রোট এম সি শহরের এক রেস্টুরেন্টে নারকীয় এই হত্যাযজ্ঞ চালানো হয়েছে। খবর বিবিসি।
পুলিশ জানায়, ২৬ বছরের ওই যুবক জরুরি সেবা সহায়তায় ফোন করে। সে স্বীকার করে রেস্টুরেন্টে গুলি করে কয়েক জনকে মেরে ফেলেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ ওই যুবককে আটক করে। মৃতদের বয়স ৩৬ থেকে ৩৯ বছর।
হামলার কারণ জানতে তদন্ত হচ্ছে। তবে প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, পারিবারিক বিরোধের জেরে এসব হত্যাকাণ্ড ঘটিয়েছেন সে যুবক। অন্য কেউ তার সঙ্গে জড়িত ছিল না।