Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে বর্ণিল আয়োজনে পাখি মেলা অনুষ্ঠিত


২৫ জানুয়ারি ২০২০ ০৫:৫৪

জাবি: ‘পাখ-পাখালি দেশের রত্ন, আসুন সবাই করি যত্ন’ স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০তম পাখি মেলা অনুষ্ঠিত হয়েছে। পাখি সংরক্ষণে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম মেলার উদ্বোধন করেন।

এসময় উপাচার্য বলেন, ‘পাখিরা পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদের নিয়ে প্রকৃতিপ্রেমিরা বেশি ভাবে। এই পাখিদের ধরে রাখতে হবে। বর্ণিল এই মেলায় যারা অংশ নিয়ে এবং নানাভাবে অবদান রাখেন তাদেরকে প্রয়োজন।’

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান বলেন, ‘পাখি মেলার মূল উদ্দেশ্য পাখি সম্পর্কে গণসচেতনতা বাড়ানো। এই সচেতনতা দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত পৌঁছাতে হবে। যাতে পাখির কোনো প্রজাতি বিলুপ্তির দিকে না যায়।

এই শীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম অতিথি পাখি আসে গত ৪ সেপ্টেম্বর বলেও জানান এই পাখি বিশেষজ্ঞ।

তিনি আরো বলেন, দর্শনার্থীর উৎপাত কম থাকায় বিগত বছরগুলোর তুলনায় এবার পাখির সংখ্যা বেড়েছে। প্রথম দিকে কোলাহল কম থাকায় প্রশাসনিক ভবনের পাশের লেকে এবার সবচেয়ে বেশি পাখি এসেছিল। পরে কোলাহলের কারণে পাখিরা আবার অন্য লেকগুলোতে সরে যায়। সুতরাং কোলাহলমুক্ত থাকলে পাখি বেশি দেখা যাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মফিজুল কবির বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ৮৯ প্রজাতি থেকে এখন ২০৪ প্রজাতির পাখি আসছে।’

অনুষ্ঠানে বক্তারা পাখির বিচরণক্ষেত্র দূষণমুক্ত রাখা ও পাখির ভীতির সঞ্চার করে এমন কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ ও ওয়াইল্ড লাইফ রেসকিউ সেন্টারের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার রহিমা কানিজ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুকিত মজুমদার বাবু, আরণ্যক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জনাব ফরিদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, ইন্টারর‌্যাশনাল ইউনিয়ন ফর কনজারবেশন অব নেচার এর কান্ট্রি ডিরেক্টর (আইইউসিএন) এর রাকিবুল আমিন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ-উল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পাখি ও জীববৈচিত্র রক্ষায় বিশেষ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ন অবদান রাখায় এ বছর প্রিন্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার তিনজন সাংবাদিককে ‘কনজারভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান করা হয়। এ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রতিদিনের সংবাদের জাবি প্রতিনিধি মো. তহিদুল ইসলাম, বাংলানিউজের বিশ্বজিৎ ভট্টাচার্য বপন ও মাই টিভির মো. আব্দুল্লাহ আল ওয়াহিদ।

দিনব্যাপী মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে আন্ত:বিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ। স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্রপত্রিকা প্রদর্শনী), আন্ত:বিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা ( অডিও-ভিডিও এর মাধ্যমে) ও পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা।

প্রসঙ্গত, পাখি সংরক্ষণে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০০১ সাল থেকে নিয়মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাখি মেলার আয়োজন করা হচ্ছে।

জাবি পাখি মেলা

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর