Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাউল শিল্পী শরিয়ত বয়াতির মুক্তি দাবি


২৫ জানুয়ারি ২০২০ ০৪:৪৫

ঢাকা: প্রতিবাদী বাউল গান আয়োজনের মধ্য দিয়ে বাউল শিল্পী শরিয়ত বয়াতির মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নামের একটি সংগঠন। শুক্রবার (২৪ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

বক্তারা বলেন, শরিয়ত বয়াতির পুরো বক্তব্যের ভিডিও ক্লিপে কোথাও তিনি ধর্মের বিরুদ্ধে বলেছেন তা শোনা যায়নি। তিনি ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে বলেছেন। তাই এই স্বার্থান্বেষী ধর্মব্যবসায়ী মৌলবাদী সাম্প্রদায়িক চক্র তার বিরুদ্ধে মামলা করেছে।

বিজ্ঞাপন

তিনি কবি গানের আসরে বলেছেন, ‘গান-বাজনা হারাম কোরআনের কোথাও বলা হয় নাই’ তিনি ধর্মব্যবসায়ীদের ‘শালা’ বলেছেন। জামায়াত নেতা ও বক্তা তারেক মনোয়ারকে ‘তারেক জানোয়ার’ বলেছেন। ফলে ধর্মব্যবসায়ীরা তার বিরুদ্ধে ক্ষেপেছে। শরিয়ত বয়াতির মতো একজন লোকজ গানের শিল্পীকে গ্রেফতার করা বাঙালির হাজার বছরের সংস্কৃতির ওপর বড় আঘাত। অবিলম্বে কবিয়াল শরিয়ত বয়াতির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি জানান তারা।

মানববন্ধনে চারণের ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ ঢাকা নগরের সদস্য সচিব জুলফিকার আলী, চারণ সংগঠক জাকির হোসেন, বিপুল কুমার দাসসহ প্রমুখ।

গ্রেফতার বাউল মানববন্ধন মুক্তি শরিয়ত বয়াতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর