প্রধানমন্ত্রীর মুঠোফোনে স্বপ্নের পদ্মাসেতু
২৪ জানুয়ারি ২০২০ ২১:৪৮ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১১:৩৭
ঢাকা: হেলিকপ্টারে টুঙ্গিপাড়া যাওয়ার পথে স্বপ্নের পদ্মা সেতুকে নিজের মুঠোফোনে ধারণ করে রাখলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সব প্রতিকূলতা জয় করে স্বপ্নের পদ্মাসেতুর ৩ হাজার ৩০০ মিটার এখন দৃশ্যমান। সেই স্বপ্ন-পূরণের অভিযাত্রাকে মুঠোফোনে স্মৃতিময় করে রাখলেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৪ জুলাই) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নবনির্বাচিত সদস্যদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জানাতে যান।
এরপর সেখানে কর্মসূচি শেষে বিকেলে টুঙ্গিপাড়া থেকে ঢাকায় আসেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা, শ্রদ্ধা জানাবেন জাতির পিতার সমাধিতে
টোল পরিশোধ করে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতারা