Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দিন: তাবিথ


২৪ জানুয়ারি ২০২০ ১৬:২০ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৭:৩৫

ঢাকা: খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। যতো বাধাই আসুক নির্বাচনের মাঠ ছেড়ে যাবেন না বলেও জানান তিনি।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ২১ নম্বর ওয়ার্ডের মধ্যবাড্ডার লুৎফুন টাওয়ারের সামনে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তাবিথ আউয়াল বলেন, ১ ফেব্রুয়ারি আমরা সকলে ভোট কেন্দ্রে যাব, ধানের শীষ প্রতীকে ভোট দেব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, সুন্দর-আধুনিক ঢাকা গড়তে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

বক্তৃতার সময়েই তিনি ভোটারদের উদ্দেশ্য প্রশ্ন ছুঁড়ে বলেন, ঢাকাকে সুন্দর করে সাজাতে কোন মার্কায় ভোট দেবেন, জবাবে ভোটাররা ধানের শীষে ভোট দেবেন বলে আওয়াজ তোলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঢাকাবাসী যে সিদ্ধান্ত নিয়েছে তা বাস্তবায়ন করতে হবে। এজন্য ব্যালট বাক্স চুরি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাই মিলে কেন্দ্র পাহারা দিতে হবে। ভোট ডাকাতি প্রতিহত করতে হবে। আগে ব্যালট বাক্সে ভোট দিতেন। এবার নতুন মেশিন ইভিএমে ভোট হবে। আগামী ১ ফেব্রুয়ারী এ ভোট চুরির ইভিএমকে পাহারা দিতে হবে। যদি ভোট চুরির মেশিন পাহারা দিতে পারেন, তাহলে ধানের শীষ জিতবে।

এ সময় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব বলেন, যেভাবে জনগণের সাড়া দেখছি, তাতে যদি ১ তারিখে ভোট দিতে পারেন তাহলে তাবিথ আউয়াল হবে ঢাকা উত্তরের মেয়র। এ রায় কেউ ঠেকাতে পারবে না। আমাদের প্রার্থীদের উপর যেভাবে হামলা হচ্ছে তাতে আগামী ১ তারিখে ভোটের মাধ্যমে আপনারা জবাব দেবেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি বজলুল বাসির আঞ্জু ২১ নম্বর ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী জিএম সামসুল আলম, ৩৮, ৩৯, ৪০ (সংরিক্ষত) ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী আয়েশা আক্তার মিলি ও ১৯, ২০, ২১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী পেয়ারা মোস্তাফা, ৩৭, ৪২, ৪২ নম্বর ওয়ার্ডের প্রার্থী সালেয়া ইসলামসহ অনেকেই।

খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর