Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাল দখলমুক্ত করে নান্দনিক পার্ক গড়ে তুলব: তাপস


২৪ জানুয়ারি ২০২০ ১৩:৫২ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৬:১২

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব খাল দখল করে রাখা হয়েছে সেগুলো দখলমুক্ত করে নান্দনিক পার্ক হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন এই সিটির আওয়ামীলীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে ৪০ নম্বর ওয়ার্ড গেন্ডারিয়া এলাকায় গণসংযোগে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস বলেন, সুন্দর ঢাকা গড়তে যেসব রূপরেখা নেওয়া হয়েছে তার আওতায় জলাবদ্ধতা নিরসন করা হবে। ঢাকার পুরনো খালগুলো দখল করে রাখা হয়েছে। সেগুলো উদ্ধারে ওয়াসা বা পানি উন্নয়ন বোর্ড থেকে এখন পর্যন্ত দখলমুক্ত করা হয়নি। আমরা দায়িত্ব নিয়ে সেগুলো দখলমুক্ত করে খালগুলো নান্দনিক পার্ক হিসেবে গড়ে তুলব। যাতে ঢাকাবাসী নান্দনিক সুযোগ সুবিধা পায়।

তিনি আরও বলেন, আশা করি সুন্দর ঢাকা গড়ার প্রতিফলন হিসেবে আগামি এক ফেব্রুয়ারি ঢাকাবাসি নৌকা মার্কায় ভোট দিয়ে মেয়র পদে আমাকে জয়ী করে সেবা করার সুযোগ দেবে। আমরা ঢাকার উন্নয়নে দীর্ঘ মেয়াদী ৩০ বছর পরিকল্পনা নেব। সচল ঢাকা এবং ২০৪১ সালে সুন্দর ঢাকা গড়ার লক্ষ্যে আমাকে জয়যুক্ত করুন।

তাপস আরও বলেন, আমরা ঐতিহ্যের ঢাকাকে পুনরুজ্জীবিত করব। তার সংস্কৃতি বজায় রেখে পুনরুজ্জীবিত করব। আমাদের ঐতিহ্যবাহী যে স্থাপনাগুলো আছে সেগুলো সংরক্ষণে অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে কাজ করব। তাহলে বিশ্ববাসী এটাকে পর্যটন হিসেবে নেবে।

এ সময় তিনি কাউন্সিলর প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন এবং নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

এদিকে তাপসের সংযোগে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মান্নাফিসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

শেখ ফজলে নূর তাপস

বিজ্ঞাপন

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর