প্লাস্টিক কারখানার আগুন থেকে পুড়ল স্কুলের একাংশ
২৪ জানুয়ারি ২০২০ ১৩:৪৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৪:০৬
গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার পারিজাত এলাকায় একটি স্কুলের চারটি কক্ষ ও একটি প্লাস্টিকের গোডাউন আগুনে পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কোনাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার জানান, প্লাস্টিকের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মূহুর্তেই ন্যাশনাল পাবলিক স্কুলে আগুন ছড়িয়ে পড়ে ও সব মালামাল পুড়ে যায়। আগুনের খবর পেয়ে গাজীপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে প্রায় ১২লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।