গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি
২৩ জানুয়ারি ২০২০ ২৩:০৮ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১০:৫২
ঢাকা: রোহিঙ্গাদের সুরক্ষায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) নেওয়া সিদ্ধান্তের জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে গুলশানে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, ‘আজকের বৈঠকে বিএনপি গাম্বিয়াকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছে। তাদের উদ্যোগের কারণেই আজকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) রোহিঙ্গাদের পক্ষে রায় দিয়েছেন। পাশাপাশি চারটি বিষয়ে মতামত দিয়েছেন আইসিজে। তারা মিয়ানমারকে বলেছেন, জেনোসাইড যেন আর না ঘটে এ জন্য ব্যবস্থা নিতে হবে। পরিস্থিতি যেন খারাপ না হয় সে ব্যবস্থা নিতে হবে। এই মামলার শুনানি ও মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া যে মামলা করেছে তার বিচার চলতে থাকবে।’
মির্জা ফখরুল বলেন, ‘গাম্বিয়ার মামলার কারণেই আন্তর্জাতিক আদালত এ রায় দিয়েছেন। এ জন্য আমরা দেশটিকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি বলেন, ‘ভারতীয় সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে এরকম হত্যাকাণ্ডের বন্ধের দাবি জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।’
মির্জা ফখরুল বলেন, ‘বৈঠকে সিটি নির্বাচনে বিএনপি দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ কমিশনারদের প্রচারণায় হামলার ঘটনা এবং বিভিন্ন স্থানে তাদের পোস্টার ছিঁড়ে ফেলার নিন্দা জানানো হয়েছে। তাবিথ আউয়ালের ওপরে শারীরিকভাবে হামলার ঘটনায় এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নেয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি। এ জন্য আমরা নির্বাচন কমিশনের প্রতি ধিক্কার ও নিন্দা জানাচ্ছি।’
তিনি বলেন, ‘সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনা হচ্ছে- তারা (কমিশন) বলছে যে, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটরা কাজ করছে। কোথাও কোনো ম্যাজেস্ট্রেট কাজ করছে বলে আমাদের জানা নেই। আপনারা দেখেছেন যে, বিরোধীদের পোস্টার ছিঁড়ে ফেলা হয়, পোস্টারের যে সাইজ দেওয়া হয়েছে তার চেয়ে বড় সাইজে ছাপানো হচ্ছে, ফেস্টুন, রঙিন ব্যানার ঝুলানো হচ্ছে। নির্বাচন কমিশন এ সবের ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা ইভিএম ব্যবহারের ব্যাপারে জোরালোভাবে আপত্তি জানিয়েছি। দুই দফা প্রতিনিধি কমিশনে গিয়ে আমাদের আপত্তির বিষয়টি জানিয়েছি। আজকে স্থায়ী কমিটির বৈঠকে ইভিএম বাতিল করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছি। আমরা মনে করি, এ ব্যবস্থাকে শুধু কারচুপি নয়, ফলাফল বদলে দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, যা এ মেশিনের মাধ্যমে করা সম্ভব।’
বৈঠকে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন। স্কাইপে লন্ডন থেকে যুক্ত হওয়া তারেক রহমান সভায় সভাপতিত্ব করেন।