Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে মহাসড়কে কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের


২৩ জানুয়ারি ২০২০ ১৯:০৯

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় সাইকেল আরোহী নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে মহাসড়কে পটিয়া উপজেলার আমজুরহাট এলাকায় এই ঘটনা ঘটেছে।

মৃত মোছাদ্দেক ফয়েজ অপু (১৫) পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের ইয়াকুবদণ্ডী গ্রামের মোরশেদ আলমের ছেলে। আমজুরহাট এলাকায় ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র সে।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেলে অপু স্কুল থেকে বেরিয়ে সাইকেলে করে হরিণখাইন গ্রামে নানার বাড়িতে যাচ্ছিল। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘কাভার্ডভ্যানের চাপায় গুরুতর আহত ওই ছাত্রকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

চট্টগ্রাম সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর