Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ মুহূর্তে জমেছে বাণিজ্যমেলা, ছাড়ের ছড়াছড়ি


২৩ জানুয়ারি ২০২০ ১৮:৪৪

ঢাকা: শেষ মুহূর্তে জমে উঠেছে বাণিজ্যমেলা। সকাল থেকে রাত পর্যন্ত মেলায় এখন ক্রেতাদের ভিড়। আর ক্রেতা আকর্ষণে প্রতিটি প্রতিষ্ঠানই দিয়েছে কোনো না কোনো ছাড়ের ঘোষণা। নানা পণ্যে ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। মেলার শেষদিকে বিক্রিও বেড়েছে আগের চেয়ে বেশি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বাণিজ্যমেলার বিভিন্ন স্টল ঘুরে ক্রেতা-বিক্রেতার সাথে কথা বলে এমনটাই জানা গেছে। মেলা ঘুরে দেখা গেছে, ক্রোকারিজ পণ্য, খেলনার দোকান, গহনার দোকান ও নারীদের প্রসাধনী সামগ্রী বিক্রি হচ্ছে এমন দোকানগুলোতে ভিড় বেশি। ঘর সাজানোর দোকানগুলোতেও ভিড় রয়েছে।

বিজ্ঞাপন

থ্রি পিছে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে ছোঁয়া কালেকশন (স্টল নং-পিপি ৫৩)। কক্সবাজারের বার্মিজ তাতের তৈরি থ্রি পিছের এক সেট ৩০০ টাকা ও ৩ সেট ৭০০ টাকায় বিক্রি হচ্ছে এই স্টলটিতে। বিশেষ মূল্য ছাড় দেওয়া এই স্টলে।

বিক্রয়কর্মী দিদারুল ইসলাম সারাবাংলাকে বলেন, বিক্রি খুব ভালো। বেচাকেনা আগের চেয়ে বেড়েছে। প্রতিটি মেলায় আমাদের বিশেষ অফার থাকে। বাণিজ্যমেলায়ও অফার পেয়ে ক্রেতারা খুব খুশি সহকারে থ্রি পিছ কিনে নিচ্ছে। কারণ ১২০০ টাকার থ্রি পিছ এখানে পাচ্ছেন ৭০০ টাকায়। এছাড়া অন্যান্য থ্রি পিছেও ছাড় রয়েছে।

নির্জনা বস্ত্র বিতানেও অফার দেওয়া হচ্ছে। সুতি ও তাঁতের কাপড়ের ১ সেট থ্রি পিছ ৩৫০ টাকা ও ৩ পিছ থ্রি পিছ বিক্রি হচ্ছে ৯৯৯ টাকায়। নূর জাহান ফ্যাশনও দিচ্ছে বিশেষ ছাড়। এই স্টলেও এক সেট ৩৫০ ও তিন সেট থ্রি পিছ ১ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দোকানগুলোতে নারী ক্রেতাদের ভিড় দেখা গেছে।

সারা ব্র্যান্ড জিপি স্টার গ্রাহকের ক্ষেত্রে যেকোন পণ্যে ১২ শতাংশ ছাড় দিচ্ছে। এছাড়া সাধারণ গ্রাহকের জন্যে বিভিন্ন পোশাকে ৫০০ টাকা ছাড় দিচ্ছে।

বিজ্ঞাপন

লিজা বেডিংয়ে (প্যাভিলিয়ন-২৮) হোম টেক্সটাইলের পণ্যে ১০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। বিক্রয়কর্মী নাছির বলেন, ছুটির দিনে বিক্রি ভালো হয়। তবে অন্যদিন বসে থাকতে হয়। বেচাকেনা কম।

স্টক ক্লিয়ারেন্স সেল (স্টল নং-৪/এ) নামের একটি স্টলে কেডস কেনায় ‘মামার বাড়ি অফার’ দেওয়া হচ্ছে। ১১৯৯ থেকে ৩ হাজার টাকায় কোনো একটি কেডস কিনলেই সঙ্গে পাওয়া যাবে একজোড়া স্যান্ডেল। আর এসব স্যান্ডেলের দাম ১৫০ থেকে ২০০ টাকা। বিক্রয়কর্মী অমিয় বলেন, বেচাকেনা ভালোই। অফার দেখে অনেকেই আসছেন। তাদের অনেকেই কেডস কিনে নিচ্ছেন।

এদিকে, ব্লেজার ও কুটির স্টলে কিছুটা দাম কমেছে এসব পণ্যের। যেকোনো কটি এখন ১২০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর বাচ্চাদের ব্লেজারও বিক্রি হচ্ছে এমন দামে। আর যেসব ব্লেজার ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হয়েছিল সেসবের দাম কমেছে অন্তত ২০০ টাকা। তবে হাজার টাকায় ব্লেজার পেতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন।

ইলেকট্রনিক্স পণ্যের মধ্যে ওয়ালটন টেলিভিশন ও ফ্রিজে দিচ্ছে ১০ শতাংশ ছাড়। এসিতে দেওয়া হচ্ছে ১২ শতাংশ ছাড়। ফ্রিজের ক্ষেত্রে ২০০ শতাংশ ক্যাশ ভাউচার, এসিতে ১২ বছর বিদ্যুৎ বিল ফ্রি পাওয়ার সুযোগ। ফ্রিজের মধ্যে নতুন পণ্য হিসেবে স্মার্ট ফ্রিজের প্রি বুকিং চলছে।

এদিকে, যমুনার সকল পণ্যে ১০ থেকে ২৯ শতাংশ ছাড় রয়েছে। ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ ৩০০ শতাংশ ছাড় রয়েছে, যা পরবর্তী ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

সনির বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যে ২৩ থেকে ৫১ শতাংশ ছাড় রয়েছে। নতুন পণ্য হিসেবে তাদেরও এলইডি টিভি এসেছে। ছাড় দেওয়ার পর একটি ৫৫ ইঞ্চি টিভির দাম পড়ছে ৩ লাখ ৯০ হাজার টাকা। কনকার বিভিন্ন পণ্যে ৮ থেকে ১৫ শতাংশ ছাড় রয়েছে। জিপি স্টার হলে আরও ১ শতাংশ বেশি ছাড় পাবেন।

আর স্যামসাংয়ের ফ্রিজে ১ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড় রয়েছে। টিভিতে ছাড় রয়েছে ৩৫০০ থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত।

এছাড়া, আক্তার ফার্নিচার দিচ্ছে সর্বোচ্চ ৫০ শতাংশ ছাড়। হাতিলের পণ্যে ৫ থেকে ১০ শতাংশ ছাড় রয়েছে। পারটেক্স দিচ্ছে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়।

পণ্যে ছাড় বাণিজ্যমেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর