Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু


২৩ জানুয়ারি ২০২০ ১৭:৫৯

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দুর্গম বাটনাতলীতে আগুনে পুড়ে ২ ভাইবোনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার বাটনাতলীর লিপিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমজাদ হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন পুড়ে মারা যাওয়া দুজন হলো- মংসালু মারমা (১১) ও ওমরা মারমা (৬)। তারা লিপিয়াপাড়ার মেমং মারমার সন্তান।

স্থানীয়রা জানান, গতরাতে রান্না ঘর থেকে বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। এলাকাবাসীরা আগুন নেভানোর পর বাড়ির ভেতর থেকে ভাইবোনের মৃতদেহ উদ্ধার করে। বাড়ির অন্য সদস্যরা বের হতে পারলেও ঘুমে থাকায় ভাইবোনের মৃত্যু হয়।

ওসি আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘুমন্ত অবস্থায় ভাইবোনের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর