Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর দুয়ারপাল সীমান্তে বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি নিহত


২৩ জানুয়ারি ২০২০ ১৬:৫৬

ফাইল ছবি

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার দুয়ারপাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ভোরে উপজেলার দুয়ারপাল সীমান্ত এলাকার ২৩১/১০ (এস) মেইন পিলারসংলগ্ন নীলমারী বিলে এ ঘটনা ঘটে। নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিএসএফ’র গুলিতে নিহতরা হলেন- পোরশা উপজেলার বিষ্ণপুর বিজলী পাড়ার শুকরার মন্ডলের ছেলে সনদ্বীপ কুমার (২৪), কাঁটাপুকুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে কামাল হোসেন (৩২) এবং বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে চকবিষ্ণপুর দিঘীপাড়ার খোদাবক্স মন্ডলের ছেলে মফিজ উদ্দিন (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২২ জানুয়ারি) রাতে বাংলাদেশের কয়েকজন নাগরিক গরু নিতে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে বৃহস্পতিবার ভোরে বাংলাদেশে আসার সময় ভারতের ক্যাদারিপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় ভারতের ৮০০ গজ ভেতরে সনদ্বীপ কুমার ও কামাল হোসেন মারা যায়। আর বাংলাদেশের ২০০ গজ ভেতরে মফিজ উদ্দিনের মৃত্যু হয়।

হাঁপানিয়া ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোখলেছুর রহমান বলেন, ‘তিনজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এদের মধ্যে একজন বাংলাদেশের অভ্যন্তরে আর দুজন ভারতের অভ্যন্তরে মারা গেছে।’

এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিবেন বলেও জানান তিনি।

সারাবাংলা/পিটিএম

গুলি টপ নিউজ বাংলাদেশি বিএসএফ বিজিবি মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর