জনদুর্ভোগ এড়িয়ে নির্বাচনি প্রচারণার আহবান আতিকুলের
২৩ জানুয়ারি ২০২০ ১৫:৩৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১৭:০৫
ঢাকা: জনদুর্ভোগ এড়িয়ে নির্বাচনি প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম। এ সময় তিনি নির্বাচিত হলে ৬ মাসের মধ্যেই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কাজ শুরু হবে বলেও ঘোষণা দেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রচারণার ১৩তম দিনে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের গলিতে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি এই ঘোষণা দেন।
আতিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনে যদি আমরা বিজয়ী হই তবে আমরা এই নগরীর উন্নয়নে অবশ্যই কাজ করব। আমাদের প্রতিটি কাজেই চ্যালেঞ্জ আছে। আমরা এখনও সনাতন পদ্ধতিতেই অনেক কাজ করি। গতকাল আমি নির্বাচন কমিশনকে বলেছি, আমরা এমন কোনো ডিজিটাল পদ্ধতি বের করতে পারি কি না, যাতে নগরীতে কোনো পোস্টার লাগানো লাগবে না। ডিজিটাল মাধ্যমেই যেন আমরা আমাদের ক্যাম্পেইন করতে পারি।’
তিনি বলেন, ‘আমরা এমন কোনো পদ্ধতি চালু করি, যাতে সব রাজনৈতিক দল একটি নির্দিষ্ট দেয়ালে পোস্টার লাগাতে পারে। সেই দেয়ালেই যেন বিলবোর্ডের মাধ্যমে যেকোনো প্রচার-প্রচারণা চালাতে পারি। এতে এই নগরকে আমরা সুন্দর রাখতে পারব। এই নগর আমাদের সবার।’
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের বিনয়ের সঙ্গে বলব, যে কয়দিন বাকি আছে আসুন আমরা সুন্দরভাবে নির্বাচনি প্রচারণা চালাই। খেয়াল রাখতে হবে জনদুর্ভোগ যেন না হয়। আমরা যেনো কোনো রাস্তা বন্ধ করে মিটিং না করি, কোনো গাড়ি আটকিয়ে যেনো আমরা রাস্তা ব্লক না করি। আমরা যেনো সবাইকে গুরুত্ব দেই ও গুরুত্ব অনুধাবন করে চলতে পারি। আমরা অনেক ধরণের অভিযোগ পাচ্ছি। এসব ক্ষেত্রে আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমাদের আমূল পরিবর্তন আনা দরকার।’
নতুন ওয়ার্ড নিয়ে পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, ‘নতুন ১৮টি ওয়ার্ড অবহেলিত। একটু বৃষ্টি হলেই রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে নাই কোনো বাজার, নাই কোনো খেলার মাঠ। উপ-নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব নেওয়ার পরই আমি প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন, ৮টি ইউনিয়নকে ১৮টি ওয়ার্ড করা হয়েছে। এই ওয়ার্ডগুলোতে আগে কোনো আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় ছিল না। আমরা এরই মধ্যে সেখানে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় করেছি। সেখানে নতুন প্রশস্ত রাস্তা, ড্রেনসহ যা যা প্রয়োজন তার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি। সেগুলোও এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। একনেকের বাজেট দেওয়া হয়েছে ৪ হাজার ২০০ কোটি টাকা। এর সবই নতুন ওয়ার্ডগুলোর জন্য বরাদ্ধ। এছাড়াও এই নতুন ওয়ার্ডগুলোর জন্য আমরা ল্যান্ডব্যাংকের ব্যবস্থা করেছি।’
এ সময় তিনি ১ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।
এদিন আতিকুল ইসলাম মনিপুরী পাড়া, টিএনটি মাঠ (শেরে বাংলা নগর) পশ্চিম রাজাবাজার, পূর্ব রাজাবাজার গ্রিণ সুপার মার্কেট হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, মগবাজার, শাহনুরি মডেল হাই স্কুল (মগবাজার) নয়াটোলা, ওয়ারলেসে গণসংযোগ ও পথসভায় অংশ নেন।