তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান এমাজউদ্দীনের
২৩ জানুয়ারি ২০২০ ১৫:২০ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১৫:৪২
ঢাকা: তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক (ভিসি) ড. এমাজ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এখন তরুণদেরই সময়, যোগ্য নেতাকে বেছে নেওয়ার। তাবিথই ধানের শীষের যোগ্য প্রার্থী।’
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রায়ের বাজার প্রেমতলা এলাকা থেকে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের গণসংযোগে অংশ নিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
ঢাবির সাবেক ভিসি ড. এমাজউদ্দীন আহমেদ বলেন, ‘এ ধানের শীষ খালেদা জিয়া, তারেক রহমানের ধানের শীষ, জনগণের ধানের শীষ। আপনারা তাবিথ আউয়ালকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’
তিনি আরও বলেন, ‘আমরা যে জন্য দেশ স্বাধীন করেছি তা এখন হারিয়ে গেছে। কথা বলার অধিকার নেই। স্বাধীনভাবে চলাচলের অধিকার নেই। কথা বলার অধিকার আদায় করতে হবে। আর অধিকার আদায় করতে হলে আমার সন্তানতুল্য তাবিথ আউয়াল আমাদের যে দায়িত্ব নিতে চাচ্ছে তা পালনে তার জন্য ভোটারদেরকে সুযোগ দিতে হবে।’ এছাড়া তিনি বলেন, ‘ধানের শীষ বিজয় হলে বেগম খালেদা জিয়ার মুক্তির পথ তরান্বিত হবে।’
এসময় মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘ঢাকা উত্তর সিটির ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ হেঁটে গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছি। প্রচারণায় সময় জনগণের কাছে গিয়েছি। গণসংযোগে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিপক্ষরা গণজোয়ার দেখে হামলা করছে। এতে কাউন্সিলর প্রার্থীও আহত হয়েছেন।’
সরকার দলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে মন্তব্য করে তাবিথ আউয়াল জনগণকে ভোটের মাধ্যমে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে জবাব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ স্বতস্ফুর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে।
ইসির উদ্দেশ্যে বিএনপির এই মেয়র প্রার্থী বলেন, নির্বাচনি শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নিবেন। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয় দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।
এসময় প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূইয়া, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুন রায় চৌধুরী, ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম খান রাজেশ, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল মতিন, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।