Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের ব্যাপারে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত: কাদের


২৩ জানুয়ারি ২০২০ ১৪:৪৯ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১৫:৪০

ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) ইভিএম-এ ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। মির্জা ফখরুলের দাবি থাকলে সেটা নির্বাচন কমিশনে বলতে পারেন। ভোটের ব্যাপারে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোটেল রেডিসনে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর চার লেনে উন্নীতকরণ প্রকল্পের চুক্তি সই শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

বিজ্ঞাপন

‘ইভিএমের মাধ্যমে প্রহসনের নির্বাচন হবে বলে মির্জা ফখরুল অভিযোগ তুলেছেন’- এর জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আধুনিক প্রযুক্তি হিসেবে আমরা ইভিএম’র পক্ষে। আমরা ডিজিটালের পক্ষে। এখন আর এনালগ থাকার সুযোগ নেই।

‘এখন ইভিএম-এ ভোট পুরোপুরি না আংশিক করবে- সেটা বলার এখতিয়ার আমাদের নেই। এটা পুরোপুরি নির্বাচন কমিশনের এখতিয়ার।’-বলেন কাদের।

তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল ইলেকশন কমিশনের কাছে দাবি করতে পারেন । আমরা আগেও বলেছি, এখনও বলছি- ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটা মেনে নেব।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা যতটা জানি, ইলেকশন কমিশন ইভিএমের পক্ষে চূড়ান্তভাবে অবস্থান নিয়েছেন।’

এর আগে চুক্তি সই অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ‘ভারতের সঙ্গে সন্দেহ ও অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছি। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী মোদির ডায়নামিক ও ক্যারিশমেটিক লিডারশিপের কারণে।’

তিনি আরও বলে, ‘দুদেশের মধ্যে বিরাজমান সমস্যা সমাধানে যথেষ্ট অগ্রগতি হয়েছে। কোনো কিছুই অনতিক্রম নয়। দুই প্রধানমন্ত্রীর বোঝাপড়া খুবই ভালো। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমরা সমঝোতার নবদুয়ার উন্মোচন করছি।’

বিজ্ঞাপন

ইসি ওবয়াদুল কাদের চূড়ান্ত সিটি নির্বাচন সিদ্ধান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর