পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা
২৩ জানুয়ারি ২০২০ ১৪:২৫
পঞ্চগড়: দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে বইছে শৈতপ্রবাহ। টানা চারদিন জেলাটিতে সূর্যের দেখা মিলেনি। চারদিকে ঘন কুয়াশা, সঙ্গে বইছে ঝিরিঝিরি বাতাস। দিন ও রাতের তাপমাত্রার মধ্যে খুব বেশি পার্থক্য থাকছেনা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শৈত্যপ্রবাহের কারণে বেড়েছে জনদুর্ভোগ। ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের অবস্থা আরও শোচনীয়, শীত থেকে রক্ষা পেতে মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। জেলায় শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট রোগীর সংখ্যা বেশি।
হাসপাতালগুলো জানিয়েছে, শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। সে কারণে শিশুদের সাবধানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।