অস্ট্রেলিয়ায় ওয়াটার-বোম্বিং বিমান বিধ্বস্ত, ৩ মার্কিনির মৃত্যু
২৩ জানুয়ারি ২০২০ ১২:২১ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১২:৩২
অস্ট্রেলিয়ার সাউদার্ন নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) এ একটি ওয়াটার-বোম্বিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে তিন মার্কিন দমকলকর্মী মারা গেছেন। তারা অস্ট্রেলিয়ার দাবানল নেভাতে চুক্তিভিত্তিক কাজ করছিলেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়।
হারকিউলিস সি-১৩০ বিমানটি সিডনির রিচমন্ড এয়ারপোর্ট থেকে উড়ে এসেছিল। এটি বিধ্বস্ত হয় এনএসডব্লিউর কোমার উত্তরপূর্বে পাহাড়ি অঞ্চলে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এটিতে আগুন লেগেছিল। এমনটাই তারা দেখেছেন।
নিউ সাউথ ওয়েলস প্রধান গ্লেডেস ব্রেজিকলিয়ান নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিমান বিধ্বস্তে মৃত মার্কিনিদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।