Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ, শাটল ট্রেন বন্ধ


২৩ জানুয়ারি ২০২০ ১১:৩৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১২:২২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলছে। অবরোধের কারণে শাটল ট্রেন বন্ধ রয়েছে। তবে অবরোধের মধ্যেও যথারীতি চলছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দ্বিতীয় দিন। শাটল ট্রেন না চললেও চলছে শিক্ষক-কর্মচারীদের বাস।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শহর থেকে বিশ্ববিদ্যালয়গামী সকাল সাড়ে ৭টা ও ৮টার ট্রেন ক্যাম্পাসে পৌঁছেনি।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান সারাবাংলাকে বলেন, ‘শাটল ট্রেন বন্ধ রয়েছে। শিক্ষক, কর্মচারীদের বাস চলাচল করছে। দ্বিতীয় দিনের মতো ক্রীড়া প্রতিযোগিতাও নির্ধারিত সময়ে শুরু হয়েছে। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে।’

শাটল ট্রেনের বগিভিত্তিক বিজয় গ্রুপের নেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস সারাবাংলাকে বলেন, ‘আমাদের অবরোধ এখনো চলছে। গতকাল রাত্রে শিথিল করতে চেয়েছিলাম। আমি যখন জিরো পয়েন্টে পুলিশ বক্সে প্রক্টররিয়াল বডি ও প্রশাসনের সঙ্গে কথা বলছিলাম তখন সভাপতি আমাকে মারার জন্য রামদাসহ তার বাহিনীকে পাঠান। আমাকে মারতে না পেরে এক জুনিয়রকে মারধর করছে।’

এভাবে সভাপতি রুবেল তার সাংগঠনিক ক্ষমতার অপব্যবহার করছেন অভিযোগ করে ইলিয়াস বলেন, ‘নেজন্য আমরা এখনো অটল। দাবি মেনে না নেওয়া পর্যন্ত অবরোধ চলবে।’

চবি ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর হল থেকে আটক ২০

গতকাল বুধবার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। বিকেল ৪টার দিকে ৪০০ মিটার দৌড়ের ট্র্যাকে দাঁড়ানো নিয়ে কথা কাটাকাটির পর বিজয় গ্রুপের নেতাকর্মীরা আজাদ নামে এক ছাত্রকে মারধর করে। আজাদ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র এবং শাটল ট্রেনের বগিভিত্তিক চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) গ্রুপের কর্মী।

বিজ্ঞাপন

এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা শুরু হয়। পরে সিএফসি নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলে বিজয় গ্রুপের নেতাকর্মীদের ওপর মারধর করেন। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে সিএফসি আমানত হলে ও বিজয় গ্রুপ সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা সভাপতির বহিষ্কার ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে গত রাত ৯টার দিকে বিজয় গ্রুপের নেতা ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস বিশ্ববিদ্যালয় অবরোধের ডাক দেন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে, বিবাদমান সিএফসি ও বিজয় দুটি গ্রুপই শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

চবিতে অবরোধ ছাত্রলীগের একাংশের অবরোধ ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ টপ নিউজ শাটল ট্রেন বন্ধ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর