Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলে বাসের ধাক্কায় অজ্ঞান ভ্যান চালকের মৃত্যু


২৩ জানুয়ারি ২০২০ ১০:২৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১০:২৪

ঢাকা: রাজধানীর মতিঝিলে বাসের ধাক্কায় অজ্ঞান এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, বুধবার (২২ জানুয়ারি) রাতে মতিঝিলে ভ্যান চালাচ্ছিলেন। পানি উন্নয়ন বোর্ড ভবনের সামনের পৌঁছলে পেছন থেকে একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পরে গুরুতর আহত হন ভ্যানচালক। এসময় তিনি জ্ঞান হারান। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায় জানিয়ে এসআই বলেন, বাসটি সনাক্ত করার চেষ্টা চলছে। ভ্যান চালকের মৃতদেহটি ঢামেকের মর্গে রাখা হয়েছে, তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

অজ্ঞান ভ্যানচালকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর