Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইনটেল চেয়ারম্যান হলেন বাংলাদেশি-আমেরিকান ওমর ইশরাক


২৩ জানুয়ারি ২০২০ ১০:১৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ১২:৩৫

ঢাকা: বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ইনটেল করপোরেশনের ‘বোর্ড অব ডিরেক্টরস’-এর জন্য নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ওমর ইশরাক।

গত ২১ জানুয়ারি, মঙ্গলবার তাকে নতুন চেয়ারম্যান হিসেবে ঘোষণা করে প্রতিষ্ঠানটি।

এর আগে টানা সাত বছর দায়িত্ব পালনের পর অবসরে যাওয়া অ্যান্ডি ব্রায়ান্টের স্থলাভিষিক্ত হয়েছেন ওমর ইশরাক।

ইশরাক একই সঙ্গে মেডিকেল প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মেডট্রনিকের প্রধান নির্বাহী হিসেবে নিয়োজিত থাকলেও এ বছরের এপ্রিলে সেখান থেকে অবসর নেবেন। একইসঙ্গে তিনি ২০১৭ সাল থেকে ইনটেলের বোর্ড অব ডিরেক্টরস মেম্বার হিসেবেও কাজ করছেন।

সাবেক চেয়ারম্যান অ্যান্ডি ব্রায়ান্ট ২০১২ সালের মে থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে দীর্ঘদিন তিনি সেখানে এক্সিকিউটিভ অফিসার, চিফ ফাইনান্সিয়াল অফিসার ও অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এক বিবৃতিতে ব্রায়ান্ট তার আবসরের খবর জানিয়ে বলেছেন, ‘ইনটেলের ভবিষ্যতের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী।’ এছাড়া তিনি লিখেছেন, ‘বোর্ডকে সঠিকভাবে পরিচালনা করতে পারবে বলে ওমরের প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি তার অভিজ্ঞতা বিশ্বখ্যাত কোম্পানিটির জন্য কাজে লাগানোর সৌভাগ্য অর্জন করেছেন।’

ওমর ইশরাকের জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশে। শিক্ষাজীবনে তিনি যুক্তরাজ্যে ইউনিভার্সিটি অব লন্ডনের কিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইনজিনিয়ারিংয়ের ওপর বিএসসি ও পিএইচপি সম্পন্ন করেন।

এছাড়া তিনি এশিয়া সোসাইটির ট্রাস্ট্রি বোর্ডেরও সদস্য।

বিজ্ঞাপন

ইনটেল ওমর ইশরাক সিইও

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর