Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মাসেতুর ২২তম স্প্যান বসছে আজ


২৩ জানুয়ারি ২০২০ ০৮:২৬

ঢাকা: পদ্মাসেতুর ২২তম স্প্যান বসানো হবে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি)। সেতুর মাওয়া প্রান্তে ৫ ও ৬ নম্বর পিয়ারের ওপর বসবে স্প্যানটি। সেতুর পরবর্তী স্প্যান বসানো হবে ৩০ জানুয়ারি।

বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সেতু প্রকল্প কর্মকর্তারা সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পদ্মাসেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে মাওয়া কনস্ট্রাকশন গ্রাউন্ডে এসেছে ৩৫টি স্প্যান। চারটি স্প্যান তৈরির কাজ এখনো চলছে চীনে। বাকি দু’টি স্প্যান সুমদ্রপথে বাংলাদেশে আসার পথে রয়েছে। দেশে পৌঁছানো ২১টি স্প্যান এরই মধ্যে স্থাপন করা হয়েছে। এতে করে সেতুর ৩ হাজার ১৫০মিটার দৃশ্যমান হয়েছে।

পদ্মাসেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, সবগুলো স্প্যান আগামী মার্চের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে। জুলাই মাসের মধ্যেই এগুলো পিলারের ওপর বসানো হবে।

এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্প পদ্মাসেতু। গত রোববার (১৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফাস্ট ট্র্যাক মনিটরিং কমিটির পঞ্চম সভায় জানানো হয়, প্রকল্পের মূল সেতুর বাস্তব কাজের অগ্রগতি হয়েছে ৮৫ দশমিক ৫০ ভাগ। আর আর্থিক অগ্রগতি ৮০ দশমিক ৩৭ ভাগ।

ওই সভায় আরও জানানো হয়, পদ্মা বহুমুখী প্রকল্পের পুরো কাজের ৭৬ দশমিক ৫০ শতাংশ সম্পন্ন হয়েছে। সেতু নির্মাণ প্রকল্পের আওতায় জাজিরা প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ ৯১ ভাগ, মাওয়া প্রান্তে অ্যাপ্রোচ রোডের কাজ শতভাগ, সার্ভিস এরিয়া-২-এর কাজ শতভাগ ও নদীশাসনের কাজ ৬৬ ভাগ শেষ হয়েছে।

এর আগে, গত ১৪ জানুয়ারি পদ্মাসেতুর ২১ নম্বর স্প্যান বসানো হয়। পদ্মার তলদেশে কৃত্রিমভাবে মাটিকে প্রক্রিয়াজাত করে গড়ে তোলা পিলারের ওপর বসানো হয় স্প্যানটি।

বিজ্ঞাপন

টপ নিউজ পদ্মাসেতুর ২২তম স্প্যান সেতু প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর