Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএস-বাংলার বহরে যোগ হলো নতুন বিমান


২৩ জানুয়ারি ২০২০ ০৬:২৭ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২০ ০৭:৪৮

ঢাকা: যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক সেবা দেওয়ার জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও একটি অত্যাধুনিক এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট বিমান বহরে যোগ করেছে। নতুন যুক্ত হওয়া বিমানটি বুধবার (২২ জানুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

বুধবার বিকেল এয়ারক্রাফটটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপদেষ্টা ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ। ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে মিশর ও ওমান হয়ে এয়ারক্রাফটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেল ৪টা ৪০ মিনিটে অবতরণ করে। বিমানবন্দরে এয়ারক্রাফটটি গ্রহণ করার সময় ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফটটিতে ৭২টি আসন রয়েছে। যা দিয়ে অভ্যন্তরীণ রুটে আরও বেশি ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির। দেশের আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে অভ্যন্তরীণ গন্তব্যের নতুন নতুন রুট নিয়ে ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিকল্পনা করছে বলে জানানো হয়।

এসময় ক্যাপ্টেন সিকদার মেজবাহউদ্দিন আহমেদ বলেন, যাত্রীদের নিরাপত্তা ও আনন্দময় ভ্রমণই আমাদের একমাত্র লক্ষ্য। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে যাত্রীদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা দিয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে একটি অন্যতম শীর্ষ দেশিয় এবং আঞ্চলিক এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ জুলাই দুটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে। নতুন যুক্ত হওয়া এটিআর ৭২-৬০০সহ বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, তিনটি ড্যাশ৮-কিউ৪০০ ও ছয়টি এটিআর ৭২-৬০০। ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্ল্গোান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স আরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার লক্ষ্যে আগামী জুন মাসের মধ্যে ব্র্যান্ডনিউ আরও চারটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ইউএস-বাংলার বিমান বহরে যুক্ত করবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

বিজ্ঞাপন

বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে এ এয়ারলাইন্সটি।

ইউএস-বাংলা এয়ারলাইন্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর