Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোনো প্রার্থীর ওপর হামলা হলে ইসির গুরুত্বের সঙ্গে দেখা উচিত’


২২ জানুয়ারি ২০২০ ১৫:০৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৭:৩৪

কক্সবাজার: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকার সিটি নির্বাচন নিয়ে বলেছেন, যদি কোনো প্রার্থীর ওপর হামলা হয়ে থাকে বিষয়টি নির্বাচন কমিশনের (ইসি) গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থেই দেখা উচিত। আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত। ঘটনার পুনরাবৃত্তি রোধে ইসি এখানই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে।

বিজ্ঞাপন

বুধবার (২২ জানুয়ারি) সকালে কক্সবাজার শহরের কলাতলী সুগন্ধা পয়েন্টে সম্প্রসারিত চারলেন সড়কের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ঢাকা সিটি নির্বচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের ওপর হামলার ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে ওবায়দুল কাদের বলেন, `বিএনপি এখন একটা নালিশ নির্ভর দল হয়ে গেছে। আন্দোলন, নির্বাচন কোথাও তাদের সাফল্য নেই। তারা নালিশ নির্ভর রাজনীতি করছে। বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে এবং নালিশ করছে। নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে এখন নালিশ করা ছাড়া তাদের আর রাজনৈতিক পুঁজি নেই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের আমরা মানবিক সাহায্য করেছি। সেই মানবিক সাহয্য এখন আমাদের মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।’

ভারত, চীনসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমারের ওপর আরও চাপ প্রয়োগের আহবান জানান তিনি।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চার লেনের কাজ অনেক দূর এগিয়ে গেছে। এছাড়া নানা কারনে এখন কক্সবাজারের গুরুত্বও অনেক বেড়েছে।’

এ সময় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইসি ওবায়দুল কাদের গুরুত্ব নালিশ নির্ভর দল প্রার্থী বিএনপি

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর