রায়েরবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শ্রমিকের মৃত্যু
২২ জানুয়ারি ২০২০ ১২:২৫ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৩:২৩
ঢাকা: রাজধানীর রায়ের বাজারে পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম আলী সারাবাংলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- জরু শেখ, সাইফুল শেখ, ও মঞ্জুরুল ইসলাম। এর মধ্যে সাইফুল শেখ ও জরু শেখ সহদোর।
ওসি একরাম আলী জানান, সীমানা পিলারের জন্য পাইলিংয়ের কাজ করছিল কিছু শ্রমিক। এমন সময় উপরে থাকা ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে তিন শ্রমিক ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হন আরও দুজন।
আহতদের সিকদার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।