Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে করোনা ভাইরাসে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ৪৪০


২২ জানুয়ারি ২০২০ ১১:৩৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১২:২০

চীনজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটির ন্যাশনাল হেলথ কমিশন। মোট ১৩ টি রাজ্যই ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে। সব মিলিয়ে বুধবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল পর্যন্ত চীনের ৪৪০ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এই ভাইরাসের কারণে নাক, সাইনাস বা গলার উপরিভাগে সংক্রমণ ঘটে। গবেষকরা নিশ্চিত করেছেন যে মানুষ থেকে মানুষেই ছড়ায় এটি।

বিজ্ঞাপন

আশঙ্কার বিষয় হলো, চীন থেকে এটি যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও দক্ষিণ কোরিয়াতেও ছড়িয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এই জানানো হয়েছে।

যদিও গত ৩১ ডিসেম্বর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই সতর্কতা অবলম্বন শুরু হয় চীনে। ইতোমধ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে সুরক্ষা ব্যবস্থা।

এমন পরিস্থিতিতে বিষয়টি নিয়ে আজ জরুরি বৈঠকে বসার কথা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।

করোনা ভাইরাস চীনে আক্রান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর