ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ
২২ জানুয়ারি ২০২০ ০৯:১৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৯:৩৯
মানিকগঞ্জ: ঘন কুয়াশার কারণে সকাল সাড়ে ছয়টা থেকে বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। এতে উভয়ঘাটে আটকা পড়েছে শতাধিক যানবাহন।
বুধবার (২২ জানুয়ারি) কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডাব্লিউটিসি।
বিআইডাব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান জানান, ‘ভোর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ছয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে উভয়পারে যাত্রীবাহী বাস, ট্রাকসহ ছোট বড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ঘাটে আটকা পড়েছে।
কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।