কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ
২২ জানুয়ারি ২০২০ ০৬:১৬ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০৬:১৯
কুড়িগ্রাম: কুড়িগ্রামে আবারও শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। এ অবস্থায় আবারো নতুন করে দুর্ভোগে পড়েছেন মানুষজন।
শীতের সঙ্গে কনকনে ঠাণ্ডায় ঘর থেকে বের হওয়াই মুশকিল হয়ে পড়েছে জেলার বাসিন্দাদের। এর আগে টানা প্রায় এক মাস শৈত্যপ্রবাহ চলার পর উষ্ণতা কিছুটা বৃদ্ধি পায়। এ অবস্থা এক সপ্তাহ চলার পর সোমবার (২০ জানুয়ারি) বিকেল থেকেই তাপমাত্রা ফের নিম্নগামী হতে থাকে। এদিন রাত থেকে ঠাণ্ডা বাতাস বইতে শুরু করে, এতে শীত বাড়তে থাকে।
অন্যদিকে ঘন কুয়াশায় দিনে সূর্য ঢেকে থাকায় আরও বেশি ঠাণ্ডা অনুভূত হচ্ছে।
কুড়িগ্রাম কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।