শক্তিশালী ঝড় গ্লোরিয়ার আঘাতে স্পেনে নিহত ৪
২১ জানুয়ারি ২০২০ ২৩:৫৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ০০:০৩
শক্তিশালী ঝড় ‘গ্লোরিয়া’ স্পেনের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকায় তাণ্ডব চালিয়ে দক্ষিণ ফ্রান্সের দিকে অগ্রসর হয়েছে। রোববার (২০ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ ঝড়ে এ পর্যন্ত চার জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে।
স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানা যায়, দেশটির ভ্যালেন্সিয়া ও বালেইয়ারিক দ্বীপপুঞ্জে ঝড় গ্লোরিয়া সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালায়। ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও প্রচণ্ড বাতাসে ঘরবাড়িসহ অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।
এদিকে ঝড়ের প্রভাবে স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ তুষারপাত ও বৃষ্টি শুরু হয়েছে। ফলে এসব এলাকায় বিদ্যুৎসংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার দিনভর বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ঠাণ্ডায় বিপাকে পড়েছেন এসব এলাকার বাসিন্দারা। মঙ্গলবার এ ঝড়টি ফ্রান্সের দিকে অগ্রসর হয়েছে। ফ্রান্সের স্থানীয় আবহাওয়াবিদদের মতে ‘গ্লোরিয়া’ এই অঞ্চলে ১৯৮২ সালের পর সবচেয়ে শক্তিশালী ঝড়।
স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে আরও জানা যায়, জিরোনায় ২ লাখ ২০ হাজার বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ওই অঞ্চলের ২ হাজার ৬০০ কিলোমিটার সড়ক তুষারে ঢেকে গাড়ি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এছাড়া ভ্যালেন্সিয়া ও বালিয়ারিক দ্বীপপুঞ্জের বিমান চলাচল বন্ধ রয়েছে। এ ঝড়ের প্রভাবে সৃষ্ট তুষারপাত ও বৃষ্টি বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ।