Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণমাধ্যমকে হ্যারি-মেগানের সতর্কবার্তা


২১ জানুয়ারি ২০২০ ২৩:৩৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ২৩:৩৮

সম্মতি ছাড়া যে সব ফটোগ্রাফাররা হ্যারি ও মেগানের ব্যক্তিগত জীবন ক্যামেরাবন্দি করছেন ও যেসব গণমাধ্যম সেসব ছাপাচ্ছে তাদের সতর্ক করেছেন এই দম্পতি। এ ধরনের গণমাধ্যম ও ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে তারা প্রস্তুত বলে জানিয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি কিছু কিছু গণমাধ্যম মেগান মার্কেলের কানাডায় অবস্থানের ছবি প্রকাশ করে। মেগান দাবি করছেন, তার ছেলে ও তার ছবি ঝোপঝাড়ের আড়াল থেকে তুলেছে পাপারাজ্জিরা। এসব ছবি ছাপিয়ে তাকে হেনস্তা করা হচ্ছে।

এজন্য হ্যারি ও মেগান আইনি সহায়তার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। তাদের বাড়িতেও ছবি তোলার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এই ‍যুগল।

গণমাধ্যম পাপারাজ্জি মেগান হ্যারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর