Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাইগারদের নতুন পেস বোলিং কোচ গিবসন


২১ জানুয়ারি ২০২০ ২৩:১৮

গত রোববার শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের পাকিস্তান সিরিজের প্রস্তুতি দেখতে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান ঘোষণা দিয়েছিলেন, দুই এক দিনের মধ্যেই নতুন পেস বোলিং কোচের নাম ঘোষণা করা হবে। এক দিনের মধ্যে না হলেও দু দিনের মধ্যে ঠিকই সেই নাম ঘোষণা করল বিসিবি। তিনি আর কেউ নন, বহুল আলোচিত সাবেক ওয়েস্ট ইন্ডিজ পেসার ও দেশটির ক্রিকেটের সাবেক হেড কোচ অটিস গিবসন।

পাকিস্তানে আসন্ন টি টোয়েন্টি সিরিজের শুরু থেকেই তাকে পাচ্ছে টিম বাংলাদেশ। চুক্তি অনুযায়ী আগামী দুই বছর তিনি রুবেল-মোস্তাফিজদের দেখভালের দায়িত্বে থাকবেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ জানুয়ারি) তার নিয়োগের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটের মিডিয়া বিভাগ।

গেল ডিসেম্বরে নিজ দেশের ক্রিকেট বোর্ডের ডকে সাড়া দিয়ে টাইগারদের দায়িত্ব ছেড়ে দক্ষিণ আফ্রিকায় চলে যান কোচ সাবেক কোচ শার্ল ল্যাঙ্গাভেল্ট। তার চলে যাওয়ায় নতুন কোচ খুঁজতে শুরু করে বিসিবি। সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের প্রধান কোচ হয়ে এসেছিলেন গিবসন। অফারটি তাকে তখনই দেওয়া হয়। এবং তাতে তিনি না বলেননি। এরপর তার সঙ্গে আলোচনা অব্যাহত রাখে বিসিবি এবং শেষমেশ তাকেই চূড়ান্ত করে।

জানা গেছে, ইংল্যান্ডে বসবাসরত গিবসনের সঙ্গে বিসিবি ইতোমধ্যেই চুক্তি চূড়ান্ত করে ফেলেছে। সেখান থেকেই ২৪ জানুয়ারির প্রথম টি-টোয়েন্টির আগে সরাসরি লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন।

অটিস গিবসন পেস বোলিং কোচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর