করোনাভাইরাসে মৃত ৬, ছড়ায় মানুষ-মানুষে, গোপন না করার অনুরোধ
২১ জানুয়ারি ২০২০ ১৯:৪২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ২২:১৪
চীনে দ্রুত ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত ৩০০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ রোগীর। গবেষকরা নিশ্চিত করেছেন মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। তাই কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তা গোপন না করার অনুরোধ জানিয়েছেন চীনা কর্মকর্তারা। খবর বিবিসি ও নিউ ইয়র্ক টাইমসের।
সম্প্রতি চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। ধারণা করা হচ্ছে, কোনো বাজার এলাকা থেকে প্রাণীদের মাধ্যমে ভাইরাস ছড়িয়েছে। যদিও কোন প্রাণী এই ভাইরাসের জন্য দায়ী তা এখনো নিশ্চিত করা যায়নি। এই ভাইরাসের কারণে নাক, সাইনাস বা গলার উপরিভাগে সংক্রমণ ঘটে।
দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানায়, করোনাভাইরাস নিয়ে আলোচনা করতে ২২ জানুয়ারি বৈঠকে বসবে সংস্থাটি। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ভাইরাস নিয়ে জরুরি অবস্থা ঘোষণা বিষয়ে আলোচনা হবে। চীনকে করা হতে পারে এ বিষয়ে বিভিন্ন সুপারিশ।
গত ৩১ ডিসেম্বর করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরপরই সতর্কতা অবলম্বন শুরু হয় চীনে। ইতোমধ্যে বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিমানবন্দরেও নেওয়া হয়েছে সুরক্ষা ব্যবস্থা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ভাইরাস সংক্রমণ রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।