Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার ইঞ্জিন রুমে গ্যাস জমে আগুন, দগ্ধ ৩


২১ জানুয়ারি ২০২০ ১৯:০৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কর্ণফুলী নদীতে টাগ বোটের ইঞ্জিন রুমে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সদরঘাট থানার স্ট্যান্ড রোড সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে। সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগুনে দগ্ধ শ্রমিকরা হলেন- মো. মোজাম্মেল (২২), হায়দার আলী (৩০) ও মো. এরশাদ (২৪)।

ওসি ফারুকী সারাবাংলাকে বলেন, ‘নদীতে লাবনী পাওয়ার-৩ নামে একটি টাগ বোটের ইঞ্জিন রুমে ঝালাইয়ের কাজ চলছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এই কাজ। দুপুরে শ্রমিকরা সিলিণ্ডারের মুখ খোলা রেখে ভাত খেতে চলে যায়। এতে ইঞ্জিন রুমে গ্যাস জমে যায়। ফিরে এসে শ্রমিকরা ঝালাইয়ের জন্য ফের ম্যাচ জ্বালালে বিস্ফোরণ হয়। এতে তিন শ্রমিক দগ্ধ হন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে জানিয়েছেন, দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনার পর বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মোজাম্মেলের অবস্থা আশঙ্কাজনক।

আগুন ইঞ্জিন রুম বোট শ্রমিক দগ্ধ

বিজ্ঞাপন

নতুন বছরে টেকনোর নজরকাড়া অফার
৯ জানুয়ারি ২০২৫ ১৮:১০

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর