Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন প্রতিরোধকের সন্ধান, ‘সকল ক্যানসারের চিকিৎসা সম্ভব’


২১ জানুয়ারি ২০২০ ১৮:১৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৮:১৮

মানুষের শরীরে এমন এক নতুন প্রতিরোধকের সন্ধান পাওয়া গেছে, যার মাধ্যমে ‘সকল ধরনের ক্যানসারের চিকিৎসা সম্ভব হবে’। যুক্তরাজ্যের কার্ডিভ ইউনিভার্সিটির একদল গবেষক গবেষণাগারে জরায়ু, স্তন, ফুসফুসসহ সকল ক্যানসার চিকিৎসা পদ্ধতির সফল উদ্ভাবন সম্ভব করেছেন। খবর বিবিসি।

ওই গবেষণা ন্যাচার ইমিউনোলজি নামের একটি প্রকাশনায় প্রকাশিত হলেও, এখনও কোনো রোগীর ওপর পরীক্ষা চালিয়ে দেখা হয়নি। তবে গবেষকরা এই পদ্ধতিটিকে অপার সম্ভাবনাময় হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই উদ্ভাবন এখনও প্রাথমিক ধাপে রয়েছে। পর্যায়ক্রমিকভাবে, আরও গুরুত্বপূর্ণ বিষয় উদ্ভাবিত হবে।

গবেষকরা জানান, রোগ প্রতিরোধ ক্ষমতা মানবদেহে  যে কোনো ধরনের সংক্রমণের বিরুদ্ধে  একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। ক্যানসার সংক্রমিত হয় এমন কোষগুলোর ক্ষেত্রেও এই প্রতিরোধী ব্যবস্থা কার্যকর হতে পারে।

টিউমারকে আক্রমণ করা প্রতিরোধী ব্যবস্থার অপ্রচলিত দিকগুলো নিয়ে গবেষণা শুরু হয়। তারা প্রথমেই মানুষের রক্তের মধ্যে টি-সেল খুঁজে পান। এই টি-সেল শরীরে অনভিপ্রেত কোনো কিছু খুঁজে পেলে সঙ্গেসঙ্গে তা শনাক্ত করে শরীর থেকে বের করে দেওয়ার কাজ করে। তবে, যদি কেউ ব্যাপকভাবে ক্যানসারে আক্রান্ত হন সেক্ষেত্রে এই প্রতিরোধ ব্যবস্থা কাজ করবে না।

গবেষকদের মধ্য থেকে প্রফেসর অ্যান্ড্রু সিওয়েল জানিয়েছেন, সকল ধাপের ক্যানসার রোগীর জন্য চিকিৎসার সম্ভাবনা উদ্ভাবনে তারা কাজ করছেন। যদিও আগে কেউ বিশ্বাস করতে পারেনি এটা সম্ভব হবে। এর মধ্যদিয়ে, সকল ক্যানসার চিকিৎসার জন্য অভিন্ন পদ্ধতি প্রণীত হবে। শুধুমাত্র টি-সেল শনাক্ত করে কাজ করলেই রোগী সেরে উঠবে।

বিজ্ঞাপন

কার্ডিফ ইউনিভার্সিটি ক্যানসার চিকিৎসা টি সেল যুক্তরাজ্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর