Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন গণজোয়ার আগে দেখিনি: ইশরাক


২১ জানুয়ারি ২০২০ ১৩:২১ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৩:২৪

ঢাকা: প্রচারণার ১২তম দিনে নেতাকর্মী, সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে আপ্লুত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ১১টায় ঢাকা দক্ষিণ সিটির ৭০নং ওয়ার্ড ডেমরার হোসেন মার্কেট থেকে প্রচারণা শুরু করেন তিনি। এ সময় বিএনপির হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন।

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখে ইশরাক বলেন, ‘আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এমন গণজোয়ার আমি আগে দেখিনি। আওয়ামী অপশাসন-দুঃশাসন ও অবৈধ সরকারের বিরুদ্ধে জনগণ জাগ্রত হয়েছে। আগামী ১ তারিখে কোনো ষড়যন্ত্র কাজ করবে না। আমার বিশ্বাস, আপনারা এভাবেই মাঠে থাকবেন। আমরা বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব এবং সেখান থেকেই এই সরকারের পতনের আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

‘আমরা এভাবে যদি মাঠে থাকি কোনো অপশক্তি আমাদের পরাজিত করতে পারবে না’— বলেন ধানের শীষের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, ‘এই সরকারের ওপর থেকে জনগণের আস্থা হারিয়ে যাওয়ার পর তারা পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। তাদের উদ্দেশ্য ছিল একটি ফরমায়েশি রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকা। তাদের উদ্দেশ্যই তারা বাস্তবায়ন করেছে। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে ষড়যন্ত্রের মাধ্যমে কারাবন্দি করে রেখেছে। আমরা আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করব।’

ইশরাকের জন্য মাঠে ড. মোশাররফ

ইশরাক বলেন, ‘আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান মনোনীত মেয়র প্রার্থী। আমি বলতে চাই, আমাকে জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে যাতে আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়ে যে বিজয়ের আনন্দ উদযাপন করতে পারি। আমরা আন্দোলনে নেমেছি, কোনো অপশাসন আমাদের রুখতে পারবে না।’

বিজ্ঞাপন

বিএনপির তরুণ এই নেতা বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, ঢাকার শহরসহ গোটা বাংলাদেশ ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষের ভোটাধিকার নাই, কথা বলার অধিকার নাই। এই অবস্থার অবসান ঘটাতে আমাদের সাহস নিয়ে মাঠে নামতে হবে। আজ যেভাবে আপনারা এখানে জড়ো হয়েছেন, আগামী ১ ফেব্রুয়ারি একইভাবে ভোট কেন্দ্রে যাবেন। তাহলে কেউ আমাদের রুখতে পারবে না। আমাদের বিজয় নিশ্চিত।’

এ সময় ইশরাকের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মহানগর নেতা সালাহউদ্দিন আহমেদ, নবী উল্লাহ নবীসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক।

ইশরাক হোসেন টপ নিউজ নির্বাচনি প্রচারণা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর