র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ ও মাদক মামলার আসামির মৃত্যু
২১ জানুয়ারি ২০২০ ০৯:৩৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১২:৪৪
ঢাকা: রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকায় র্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আনোয়ার হোসেন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। তার নামে ১৮টি মাদক মামলা ও একটি ধর্ষণ মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২১ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, রাতে একদল মাদকবিক্রেতা বড়ুয়া এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের টহল দল সেখানে উপস্থিত হয়। তখন র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা গুলি করে। র্যাবও পাল্টা গুলি করলে আনোয়ার হোসেন নামে একজন গুলিবিদ্ধ হয়।
তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের এক সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ৪টি ওয়ান শ্যুটার গান, ৩৪টি কার্তুজ ও ১ হাজার ৯৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।