জয়পুরহাটে বাস খাদে পড়ে নারীর মৃত্যু, আহত ২০
২১ জানুয়ারি ২০২০ ০৮:৫৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ০৮:৫৪
জয়পুরহাট: জেলার কালাই উপজেলার সরাইলে জয়পুরহাটগামী ঢাকা কোচ হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত ও কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
আহতদের জয়পুরহাট ও কালাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নারী যাত্রীর কোনো পরিচয় পাওয়া যায়নি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান জানান, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কালাই উপজেলার সরাইলে জয়পুরহাটগামী ঢাকা কোচ হানিফ পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত ও কমপক্ষে ২০ জন বাসযাত্রী আহত হয়। আহতদের কালাই হাসপাতালে নেওয়ার পর গুরুতর ৬ জনকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।