Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শনির আখড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


২০ জানুয়ারি ২০২০ ২৩:১৬

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় বাসের ধাক্কায় নুরজাহান (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (২০জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুরজাহান গেন্ডারিয়া স্বামীবাগের এলাকার বাসিন্দা।

নিহতের ছেলে মো. শহিদ জানান, সন্ধ্যায় রায়ের বাগে মেয়ে বেলা আক্তারের বাসায় যাচ্ছিলেন তার মা। পথে শনির আখড়া ও রায়ের বাগের মাঝামাঝি জায়গায় রাস্তার পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধার মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

বাসের ধাক্কা বৃদ্ধার মৃত্যু শনির আখড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর